ঢাকা এবং চট্টগ্রামের মধ্যবর্তী স্থানে অবস্থিত লালমাই ও ময়নামতির ঐতিহ্যবাহী জনপদের হাজার বছরের মানুষের স্বপ্নময় আকাঙ্ক্ষার ফসল কুমিল্লা বিশ্ববিদ্যালয় ২০০৬ সালে প্রতিষ্ঠিত হয়। এই বিশ্ববিদ্যালয়ে ২০০৬-০৭ শিক্ষাবর্ষ থেকে শিক্ষাকার্যক্রম শুরু হয়। ছাত্রছাত্রীদের যুগোপযোগী ও অধুনিক শিক্ষা শিক্ষিত করে সমৃদ্ধ জাতি গঠনে কুমিল্লা বিশ্ববিদ্যালয় অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। যুগের চাহিদা অনুসারে প্রাগ্রসর বিশ্বের সঙ্গে সমতা ও সংগতি রক্ষা করে যোগ্য, দক্ষ, মানবসম্পদ গড়ে তোলা, কলা ও মানবিক অনুষদের অন্যতম লক্ষ্য। এই অনুষদে বর্তমানে বাংলা ও ইংরেজি দুইটি বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে পাঠদান, গবেষণা ও নতুন জ্ঞান সৃষ্টি এবং ভাষা ও সাহিত্যের উৎকর্ষ সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। অচিরেই কলা ও মানবিক অনুষদের অধীনে নতুন নতুন বিভাগ খোলার পরিকল্পনা রয়েছে। প্রত্যেকটি বিভাগে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক রয়েছে এবং শিক্ষার্থীদের মনন বিকাশের জন্য খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা, সেমিনার লাইব্রেরি, কনফারেন্স রুম, কেন্দ্রীয় লাইব্রেরি, মান সম্মত পরীক্ষাগার ও সুসজ্জিত অধুনিক ক্লাসরুমসহ শিক্ষার সুষ্ঠু পরিবেশ রয়েছে।
Comilla University was established in 2006 as a result of the dreamy aspirations of the people of the traditional towns of Lalmai and Mainamati located between Dhaka and Chittagong. The academic program started in this university from the academic year 2006-07. Comilla University is playing a leading role in building a prosperous nation by educating students with contemporary and modern education. One of the goals of Arts and Humanities Faculty is to develop qualified, skilled, human resources by maintaining equality and harmony with the developed world according to the needs of the age. At present, this faculty is playing an important role in the teaching, research and creation of new knowledge and the excellence of language and literature in the two departments of Bengali and English. There are plans to open new departments under the Faculty of Arts and Humanities soon. Each department has required number of teachers and has conducive learning environment with sports, cultural activities, seminar library, conference room, central library, standard laboratories and well-equipped modern classrooms for intellectual development of students.