Professor
Comilla University
Cumilla-3506, Bangladesh
অধ্যাপক ড. মুহাম্মদ শামসুজ্জামান মিলকী।
জন্ম ৭ ফেব্রুয়ারি ১৯৮৩, কিশোরগঞ্জের নিকলী উপজেলায়। স্কুল কলেজের পাঠ শেষ করে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগে স্নাতক পর্বে ভর্তি হন। 'বাংলা কথাসাহিত্যে' প্রথম শ্রেণিতে স্নাতকোত্তর সম্পন্ন করেন। একই বিশ্ববিদ্যালয় থেকে "লোকসংস্কৃতি ও লোকভাষা" বিষয়ে এমফিল এবং "বাংলাদেশের উপন্যাসে নায়ক" বিষয়ে পিএইচডি ডিগ্রি লাভ করেন।
গবেষণা প্রতিষ্ঠানে তাঁর কর্মজীবন শুরু, এরপর ২০১০ সালে কুমিল্লা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগে প্রতিষ্ঠাকালীন শিক্ষক হিসেবে যোগদান করেন। বর্তমানে অধ্যাপক হিসেবে কর্মরত এবং তৃতীয়বারের মতো বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করছেন।
শামসুজ্জামান মিলকী একজন গবেষক ও সাহিত্য-সমালোচক। গবেষণা-সম্পাদনাসহ এ যাবত তাঁর ৭টি গ্রন্থ প্রকাশিত হয়েছে। এছাড়াও তাঁর একটি কাব্যগ্রন্থ রয়েছে। দেশবিদেশের জার্নালে তাঁর ২২টি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। সম্পাদনাগ্রন্থেও রয়েছে বেশকিছু প্রবন্ধ।
ছাত্রজীবন থেকেই শামসুজ্জামান মিলকী সেমিনার-কনফারেন্সে প্রবন্ধ উপস্থাপন করে আসছেন। বাংলাদেশ ও ভারতের ১৫টি সেমিনারে তিনি আমন্ত্রিত হয়ে অংশগ্রহণ করেছেন। ১০-এর অধিক 'কনফারেন্স পেপার' রয়েছে তাঁর।
শামসুজ্জামান মিলকীর তত্ত্বাবধানে কুমিল্লা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগে ৯জন শিক্ষার্থী স্নাতকোত্তর-গবেষণা (এমএ থিসিস) সম্পন্ন করেছেন। তিনি বাংলা বিভাগের জার্নাল "ভাষা-সাহিত্য পত্রিকা"র প্রথম সম্পাদক।
বর্তমানে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)-র অধীনে একটি গবেষণা-প্রকল্প পরিচালনা করছেন।
BA (Hons) | Jahangirnagar University | Bangla | 2005 |
MA (Thesis) | Jahangirnagar University | Bangla | 2006 |
MPhil | Jahangirnagar University | ময়মনসিংহের লোকসংস্কৃতি: লোকভাষাগত বিশ্লেষণ | 2012 |
Ph-D | Jahangirnagar University | বাংলাদেশের উপন্যাস (১৯৭১-২০০০): নায়ক-নির্মাণ | 2022 |
Comilla University, Bangladesh |
Comilla University, Bangladesh |
Comilla University, Bangladesh |
Comilla University, Bangladesh |