Mission & Vision of Faculty of Arts and Humanities

Mission & Vision

লক্ষ্য: বৈশ্বিক জ্ঞান, সুশৃঙ্খল জীবনবোধ, যৌক্তিকতা, বস্তুনিষ্ঠতা, তুলনামূলক বিশ্লেষণ ও প্রযুক্তিগত জ্ঞানের মাধ্যমে উন্নত সমাজ ও জাতি গঠনে মানবিক মানুষ গড়ে তোলা আমাদের অন্যতম উদ্দেশ্য।    
Mission : One of our objectives is to develop humane people to build a better society and nation through scientific knowledge, orderly sense of life, rationality, objectivity, comparative analysis and technical knowledge.

 

উদ্দেশ্য: ভাষা-সাহিত্য ও সংস্কৃতি ক্ষেত্রে সৃজনশীল, উদ্ভাবনী দক্ষতা অর্জন করা। প্রগতিশীল চিন্তা ও প্রযুক্তিগত দক্ষতা কাজে লাগিয়ে সামাজিক সমস্যা সমাধানে নেতৃত্ব দান করা। পরমত সহিষ্ণুতা, মানবিক মর্যাদা ও মূল্যবোধ, অসম্প্রদায়িক চেতনা এবং মুক্তিযুদ্ধের আদর্শ লালন ও পরিচর্যা করা। 
Vision : To acquire creative, innovative skills in the field of language, literature and culture. To provide leadership in solving social problems by applying progressive thinking and technical skills. To nurture and serve the ideals of absolute tolerance, human dignity and values, non-communal spirit and liberation war.